ঢাকা | বুধবার
১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বাজারে আসছে বিশ্বের প্রথম আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন

বিশ্বে এই প্রথমবারের মতো বাজারে এলো জেডটিই কোম্পানির আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন। ফোনটির মডেল জেডটিই অ্যাক্সন ২০ ৫জি। এর বিশেষ বিশেষ ফিচারের যদি বলি, এতে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৪,২২০ এমএএইচ ব্যাটারি, স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর ও বড় ওলিড স্ক্রিন দেওয়া হয়েছে।

জেডটিই এক্সন ২০ ৫জি ফোনটি তিনটি স্টোরেজের সাথে লঞ্চ হয়েছে। এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ভারতে প্রায় ২৩,৫৩০ রুপি। আবার ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে প্রায় ২৬,৭৪০ রুপি ও ২৯,৯০০ রুপি। ফোনটি কালো, নীল, কমলা ও বেগুনি রঙে লঞ্চ হয়েছে।

জেডটিই এক্সন ২০ ৫জি ফোনে ৬.৯২ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে ১০০ শতাংশ ডিসিআই-পি৩ কালার গ্যামুট এবং ১০ বিট কালার ডেপ্থ সাপোর্ট করে। এই ডিসপ্লের রেজুলেশন ২৪৬০ × ১০৮০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ২০.৫:৯।

এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ স্যাম্পেলিং রেট ২৪০ হার্টজ, যা আপনাকে ফুল স্ক্রিন ভিউ অফার করবে। ফোনের রিয়ার প্যানেল থ্রিডি কার্ভাড গ্লাস দ্বারা তৈরি। এরসাথে টেন লেয়ার স্ট্রাকচার স্ট্যাক ডিজাইন আছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে।

 

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন