ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের শীর্ষ ধনী নারী ম্যাকেঞ্জি স্কট

বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস। যিনি ইকমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতােএবং চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)। আর শীর্ষ তিনের মধ্যে রয়েছেন বিল গেটস, টেসলার ইলন মাস্ক আর ফেসবুকের মার্ক জাকারবার্গ। সম্প্রতি জাকারবার্গকে হটিয়ে তৃতীয় অবস্থানে চলে এসেছেন ইলন মাস্ক।

এভাবে বিশ্বের বিলিয়নেয়ারদের র‌্যাংকিংয়ে কিছুটা রদবদল হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে শীর্ষ ধনী নারীর আসন দখল করেছেন ম্যাকেঞ্জি স্কট।

ম্যাকেঞ্জি স্কট বেজোসের সাবেক স্ত্রী। গত বছরের এপ্রিলে বিবাহ বিচ্ছেদের ফলে অ্যামাজনের ৩ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের শেয়ার পেয়ে বিশ্বের অন্যতম ধনী নারীতে পরিণত হন ম্যাকেঞ্জি।

এখন তার সম্পদের পরিমান ৬৬ বিলিয়ন ডলারের বেশি। এই সম্পদ নিয়ে এখন বিশ্বের শীর্ষ ধনী নারী ঔপন্যাসিক ও সমাজসেবী ম্যাকেঞ্জি স্কট।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন