আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের রপ্তানি আগের তুলনায় অনেকাংশে বেড়েছে। এদিকে ভিয়েতনামের অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি খাতে চাঙ্গা ভাবের দেখা মিলেছে। চলতি বছরের শুরুর আট মাসে (জানুয়ারি-আগস্ট) দেশটি থেকে জ্বালানি পণ্যটির রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছে।
একই সঙ্গে চলতি বছরের একই সময়ে জ্বালানি তেল রপ্তানি বাবদ ভিয়েতনামিজ রপ্তানিকারকদের আয়ও আগের বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশের বেশি বেড়েছে। ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত জেনারেল স্ট্যাটিস্টিকস অফিসের সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভিয়েতনামের সরকারি তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৩৩ লাখ ৫০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৪ শতাংশ বেশি।
এ সময় অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বাবদ ভিয়েতনামিজ রপ্তানিকারকরা সব মিলিয়ে ১১০ কোটি ডলার আয় করেছেন। এক বছরের ব্যবধানে অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি বাবদ দেশটির আয় ২১ দশমিক ২ শতাংশ বেড়েছে।
আনন্দবাজার/ইউএসএস