ভাইরাল হওয়ার জন্য রেললাইনের পাশে ভিডিও শ্যুট করতে গিয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কলকাতার ইংরেজবাজারের মধুঘাট এলাকায়।
জানা গেছে, নিহত ওই স্কুলছাত্রের নাম মনোজ মণ্ডল। নবম শ্রেণির ছাত্র ছিলো সে। তার বাড়ি কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুরে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মনোজ তার সহপাঠী ভোলা রায়ের সঙ্গে তার আত্মীয় বাড়িতে গিয়েছিল। সেখানেই রেললাইনের পাশে ভিডিও শ্যুট করছিল দুই বন্ধু।
জানা গেছে, মাল গাড়ির ধাক্কায় গুরুতর আঘাত পেয়েছিল মনোজ। তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে এই ঘটনা কি নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে ইংরেজবাজার থানার পুলিশ তা খতিয়ে দেখছে বলে জানা গেছে।
আনন্দবাজার/টি এস পি