হিলিতে কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম। গতকাল মঙ্গলবার পাইকারি পর্যায়ে প্রতি কেজি কাঁচামরিচের দাম কমে সর্বনিম্ন ১২০ টাকায় নেমেছে। মূলত আমদানি আগের তুলনায় বেড়ে যাওয়ায় হিলির বাজারে কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে।
গতকাল হিলির পাইকারি আড়তগুলো ঘুরে ভারত থেকে আমদানি করা প্রতি কেজি কাঁচামরিচ মানভেদে ১২০-১৩০ টাকায় বিক্রি হতে দেখা যায়। ট্রাকসেলে তিনদিন আগেও আমদানি করা এসব কাঁচামরিচ মানভেদে ১৬০-১৬৫ টাকায় বিক্রি হয়েছিল। মাত্র তিনদিনের ব্যবধানে হিলির পাইকারি বাজারে আমদানি করা কাঁচামরিচের দাম কমেছে কেজিতে সর্বোচ্চ ৪০ টাকা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েক দিন ধরে ভারত থেকে কাঁচামরিচ আমদানি আগের তুলনায় বেড়েছে। সেই তুলনায় বাড়েনি পণ্যটির বেচাকেনা। ফলে চাহিদার তুলনায় বাজারে কাঁচামরিচের সরবরাহ বেশি রয়েছে। এ কারণেই মূলত হিলির পাইকারি বাজারে কমতে শুরু করেছে আমদানি করা কাঁচামরিচের দাম।
হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, গতকাল একদিনে এ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ছোট-বড় মিলিয়ে ৩৪টি ট্রাকে মোট ২৪২ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। আগামী দিনগুলোতেও এ স্থলবন্দর দিয়ে পণ্যটির আমদানি এমন চাঙ্গা থাকতে পারে।
স্থানীয় আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, সরবরাহ স্বাভাবিক রেখে দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে ভারত থেকে কাঁচামরিচ আমদানির উদ্যোগ নেয়া হয়। এতে পণ্যটির দাম সাময়িক কমে আসে। তবে কিছুদিন ধরে আমদানি বিঘ্নিত হওয়ায় কাঁচামরিচের দাম বাড়তে শুরু করেছিল। এখন আমদানি বাড়তে থাকায় দাম কমছে কাঁচামরিচের।
আনন্দবাজার/ডব্লিউ এস