ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

আবারো ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে সবকটি মূল্য সূচক। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও।

এদিন শুরুতেই শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার আভাস পাওয়া যায়। সেই সঙ্গে বড় অঙ্কের আভাসও দেখা দিয়েছে শুরুতেই। লেনদেনের শুরুতেই ডিএসইতে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৯১ পয়েন্টে উঠে এসেছে। এছাড়া ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৭১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ্ সূচক পাঁচ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩৭ পয়েন্টে অবস্থান করছে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে অংশ নেয়া ১৬২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধি পেয়েছে। বিপরীতে দাম কমেছে ১৫৩টি এবং ৪২টির দাম অপরিবর্তিত রয়েছে। এদিন বাজারে লেনদেন হয়েছে এক হাজার ২০১ কোটি ৩৫ লাখ টাকার।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ১০৭ পয়েন্ট। লেনদেন হয়েছে ২৯ কোটি ৪৯ লাখ টাকার। লেনদেনে অংশ নেয়া ২৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৭টির দাম বেড়েছে। দাম কমেছে ১০২টির এবং ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন