ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঊর্ধ্বমুখী সূচকে চলছে পুঁজিবাজারের লেনদেন

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ বুধবার (২ সেপ্টেম্বর) লেনদেন শুরুর পর সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরীয়াহ্ সূচক ৩ পয়েন্ট কমে ১১৩৪ এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১৭০০ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১২৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এই সময় লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৮টির। কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কম্পানির শেয়ার।

এদিকে লেনদেন শুরুর পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৭৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৩৫ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এই সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে দুই কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময় ৬২টি কম্পানির দাম বেড়েছে। কমেছে ১৬টি কম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কম্পানির দর।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন