ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা পরিস্থিতিতে স্পেনের পর্যটন খাতে ধস

নভেল করোনাভাইরাসের কারণে স্পেনে গত বছরের তুলনায় এ বছরের জুলাইয়ে আন্তর্জাতিক পর্যটক ৭৫ শতাংশ কমেছে। পাশাপাশি ইউরোপে আন্তর্জাতিক ভ্রমণকারীর সংখ্যা কিছুটা বাড়লেও এখনও তা গত বছরের চেয়ে ৮৭.১ শতাংশ কম।

গতকাল মঙ্গলবার দেশটির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটে (এনআইএস) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের দেয়া হিসাব অনুযায়ী, এ বছরের জুলাইয়ে স্পেন ভ্রমণে গেছেন ২৫ লাখ আন্তর্জাতিক পর্যটক। যা গত বছরের জুলাইয়ের তুলনায় ৭৫ শতাংশ কম। এর পাশাপাশি জনপ্রতি পর্যটকের ব্যয় ১৭.৮ শতাংশ কমে ৯৯৪ ইউরোতে দাঁড়িয়েছে।

স্পেনের পর্যটন মন্ত্রী ফার্নান্দো ভালদেস জানিয়েছেন, করোনা মহামারির লকডাউন বিধিনিষেধ ও সীমান্ত চলাচল বন্ধ থাকার কারণে পর্যটন খাতে কতটা নেতিবাচক প্রভাব পড়েছে এই পরিসংখ্যানে তা স্পষ্ট। আন্তর্জাতিক ভ্রমণ নিয়ে আস্থাহীনতার কারণে শুধু স্পেন নয় এর প্রভাব বিশ্বব্যাপী অনুভূত হয়েছে।

এ প্রসঙ্গে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) জানায়, জুনের তুলনায় জুলাইয়ে ইউরোপে আন্তর্জাতিক ভ্রমণকারীর সংখ্যা কিছুটা বাড়লেও এখনও তা গত বছরের চেয়ে ৮৭.১ শতাংশ কম।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন