ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্পেনে ছড়িয়ে পড়ছে দাবানল

নভেল করোনাভাইরাসের তাণ্ডবে বিধ্বস্ত স্পেন। এরই মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আন্দালুসিয়ায় ছড়িয়ে পড়ছে দাবানল। ওই অঞ্চলের তিন হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার পাহাড়বেষ্টিত প্রদেশটিতে দাবানলের সূত্রপাত হয়। এবং ধীরে ধীরে তা বাড়তে থাকে।

আরও জানা গেছে, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ছাড়াও ইউরোপের দেশটির বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে দাবানল দেখা দিয়েছে। দাবানলে পুড়ে গেছে কয়েক হাজার হেক্টর বনভূমি। এই দাবানল নেভাতে জরুরি ব্যবস্থাপনা কর্মীদের হিমশিম খেতে হচ্ছে।

দাবানল নিয়ন্ত্রণ করতে ভারী যন্ত্রপাতি দিয়ে সামরিক, বেসামরিক মিলে পাঁচ শতাধিক উদ্ধারকর্মী কাজ করছেন। পানি ছিটানো হচ্ছে হেলিকপ্টারের মাধ্যমেও।

এ ব্যাপারে আন্দালুসিয়ার বন বিভাগের অগ্নি নির্বাপন কর্মকর্তা জুয়ান সানচেজ বলেন, দাবানল কখন নিয়ন্ত্রণে আসবে তা এখনই বলা মুশকিল। তীব্র বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন