লেবাননের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির কূটনীতিক মোস্তাফা আদিব। সংসদে সিংহভাগ ভোট পাওয়ার পর আজ সোমবার নতুন সরকার গঠনের জন্য দায়িত্ব পেয়েছেন আদিব।
সোমবার (৩১ আগস্ট) সংসদে জার্মানে নিযুক্ত দেশটির সাবেক এই রাষ্ট্রদূত ১২০ ভোটের মধ্যে পান ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। লেবাননের সাবেক প্রধানমন্ত্রী হারারি সরকারের ফিওচার মুভমেন্ট ব্লক, হেজবুল্লাহ, আমান মুভিমেন্ট এবং ফ্রি পেটট্রিয়টিক মুভমেন্ট ব্লকের সংসদ সদস্য থেকে এই ৯০ ভোট আসে।
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর মোস্তাফা আদিব বলেছেন, এখন কথা বলা কিংবা প্রতিজ্ঞা করার মতো সময় নেই। এখন সময় হচ্ছে, দেশ গঠনে সবার একসঙ্গে কাজ করার। যাতে করে আবারও লেবাননের মানুষের মনে আশা জাগে।
তিনি বলেন, লেবাননের অর্থনীতিকে সংস্কার করার জন্য অবশ্যই একজন দক্ষ এবং যোগ্য লোককে আমরা খুঁজে বের করতে সক্ষম হবো। সৃষ্টিকর্তার রহমতে আশা করি আমরা সফল হতে পারবো।
আনন্দবাজার/এম.কে