চীনের রাষ্ট্রায়ত্ত জ্বালানি বেচাকেনার কেন্দ্র হচ্ছে সাংহাই পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস এক্সচেঞ্জ (এসএইচপিজিএক্স)। গত শুক্রবার এ এক্সচেঞ্জে পরীক্ষামূলকভাবে অনলাইন ব্যবস্থাপনায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বেচাকেনা শুরু হয়েছে।
শুরুর প্রথমদিন এসএইচপিজিএক্সে সব মিলিয়ে ক্রয়-বিক্রয় হয়েছে ১ লাখ ৩০ হাজার টন এলএনজি। চীনের জ্বালানি জায়ান্ট সিনোপেক ও চায়না ন্যাশনাল অফশোর অয়েল করপোরেশন (সিএনওওসি) বিদেশী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী জ্বালানি পণ্যটির অনলাইন লেনদেন করতে সক্ষম হয়েছে।
এ বিষয়ে এসএইচপিজিএক্সের চেয়ারম্যান ইয়ে গুয়োবিও বলেন, এলএনজির অনলাইন বেচাকেনা শুরু নতুন যুগের সূচনা করেছে। এর মধ্য দিয়ে দেশী-বিদেশী ক্রেতা-বিক্রেতারা আরো স্বচ্ছ, নিরাপদ ও কার্যকর পদ্ধতিতে জ্বালানি পণ্যটির ক্রয়-বিক্রয় করতে পারবেন। ডিজিটাল সেবা ব্যবহারের সুবিধা ভোগ করবেন।
ফরাসি জ্বালানি প্রতিষ্ঠান টোটালের প্রাকৃতিক গ্যাস বিভাগের প্রেসিডেন্ট লরেন্ট ভিভিয়ের বলেন, চীন বিশ্বের দ্বিতীয় শীর্ষ এলএনজি আমদানিকারক দেশ। দেশটিতে জ্বালানি পণ্যটির বাজারের আকার বিবেচনায় নিলে সাংহাই এক্সচেঞ্জে অনলাইন বেচাকেনা চালুর উদ্যোগ নতুন মাইলফলক স্থাপন করেছে। এতে চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এলএনজি বাণিজ্য পরিচালনা আরো সহজ হয়ে আসবে।
চীনে সবচেয়ে বেশি এলএনজি আমদানি করা সিএনওওসির চেয়ারম্যান উয়ু উয়েনলাই বলেন, সাংহাই এক্সচেঞ্জে এলএনজির অনলাইন বেচাকেনার প্রথম দিনে সিএনওওসি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে। আগামী দিসগুলোতেও এমন অংশগ্রহণ অব্যাহত রাখা হবে। দেশী-বিদেশী অন্যান্য জ্বালানি প্রতিষ্ঠানকেও এলএনজির অনলাইন বেচাকেনায় অংশ নিতে উদ্বুদ্ধ করবে প্রতিষ্ঠানটি।
আনন্দবাজার/ডব্লিউ এস