সম্প্রতি ভারতের সবচেয়ে আকাঙ্ক্ষিত নারীর উপাধি পেয়েছেন বলিউডের অভিনেত্রী দিশা পাটানি।
ব্রিটিশ দৈনিক টাইমস ২০১৯ সালের ৫০ জন ‘মোস্ট ডিজাইরেবল উইমেন’-এর তালিকা প্রকাশ করেছে। তালিকার শীর্ষে আছেন দিশা পাটানি।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানানো হয়েছে, অনলাইনে ভোটের মাধ্যমে এ তালিকা চূড়ান্ত করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্র ও শিল্পের ৪০ বছর বয়সের নিচের নারীরা এ ভোটে অংশ নেন। সেখানে মেধা এবং রূপের সমন্বয়ে যোগ্য নারীরা স্থান পান। প্রতি বছর এই তালিকায় নতুন নতুন মুখও উঠে আসে।
তালিকার দ্বিতীয় স্থানে আছে সুমন রাও, যিনি মিস ওয়ার্ল্ড-২০১৯-এর দ্বিতীয় রানারআপ এবং মিস ওয়ার্ল্ড এশিয়া-২০১৯। তালিকার তিন নম্বরে আছেন ক্যাটরিনা কাইফ, চার নম্বরে দীপিকা পাড়ুকোন, পাঁচ নম্বরে বর্তিকা সিং। কিয়ারা আদভানি, শ্রদ্ধা কাপুর, ইয়ামি গৌতম, অদিতি রাও হায়দারি ও জ্যাকুলিন ফার্নান্দেজ যথাক্রমে তালিকার ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে।
২০১৯ সালের তালিকার শীর্ষ স্থানে রয়েছে দিশা পাটানি। ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় দিশার। গত বছর সালমান খানের ‘ভারত’ ছবিতে অভিনয় করেন। পরে তাঁকে ‘বাঘি থ্রি’ ও ‘মালাং’ ছবিতে দেখা গেছে।
আনন্দবাজার/এফআইবি