ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নেতানিয়াহুর সঙ্গে বৈঠক বাতিল করলেন বিন সালমান

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি বৈঠক হওয়ার কথা ছিল। তবে এই পরিকল্পিত বৈঠকটি বাতিল করা হয়েছে।

বিন সালমান আশঙ্কা করেছিলেন, তাদের এই বৈঠকের তথ্য ফাঁস হয়ে যেতে পারে। আর এজন্যই ওয়াশিংটন সফর বাতিল করেন তিনি। আগামী সোমবার (৩১ আগস্ট) তার ওয়াশিংটন পৌঁছানোর কথা ছিল।

এদিকে, বিন সালমানের উপদেষ্টা হিসাব করে দেখেছেন যে, মার্কিন কংগ্রেসে সালমানের বিরোধী ডেমোক্র্যাট দলের আইন প্রণেতাদে রহাতে এত সময় নেই যে, তারা সৌদি আরবের নিহত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়টি প্রচারণায় নিয়ে আসবেন না।

কিন্তু তারপরেও যুবরাজ তার সফর বাতিল করে করেন। এর আগে তিনি তার পরিকল্পিত বৈঠকের কথা ফাঁস হয়েছে বলে জানতে পারেন।

আন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন