ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রেকর্ড ভাঙলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ

করোনা মহামারির মধ্যেও দেশের সর্বকালের সব রেকর্ড ভেঙেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। প্রবাসীদের রেমিট্যান্সে ভর করেই এ রেকর্ড ভাঙা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ৮৯০ কোটি ডলার। যা অতীতের সব রেকর্ড ভেঙেছে। আগামী সপ্তাহের শুরুতেই রিজার্ভ ৩ হাজার ৯শ’ কোটি ডলার ছাড়াবে বলে প্রত্যাশা করছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টের প্রথম ২০ দিনে প্রবাসীরা ১৩৪ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গেলো বছর শুধু আগস্টেই রেমিট্যান্স এসেছিল ১৪৪ কোটি ৪৭ লাখ টাকা। চলতি বছরের জুলাইতে ২৬০ কোটি এবং জুনে রেমিট্যান্স এসেছিল ১৮৩ কোটি ডলার।

এছাড়া জুলাই মাসে রফতানিও ঘুরে দাঁড়িয়েছে। ৩৪৪ কোটি ৯০ লাখ ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে ৩৯১ কোটি ডলার। যা আগের বছরের জুলাই মাসের রপ্তানির চেয়েও বেশি। করোনার কারণে পোশাক খাতের বাতিল ও স্থগিত হওয়া অনেক ক্রয় আদেশ আবারো ফিরতে শুরু করায় রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি হয়েছে বলে মনে করেন শিল্প সংশ্লিষ্টরা।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন