ঢাকা | বুধবার
১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাইডেন আমেরিকাকে ধ্বংস করবেন : ট্রাম্প

আফ্রো-আমেরিকানদের জন্য ট্রাম্প যা করেছেন, প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ছাড়া আর কেউ তেমন করেননি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া বাইডেন ক্ষমতায় এলে আমেরিকানদের স্বপ্ন ধ্বংস করবেন বলেও মন্তব্য করেছেন তিনি।

ট্রাম্প বলেন, চলতি বছরের শেষেই নিরাপদ প্রতিষেধক বের করে করোনাভাইরাস নিকেশ করব আমরা।

বিশ্লেষকদের মতে, সুচারুভাবে বর্তমান প্রেসিডেন্ট ঠিক সেই তিনটি বিষয়ই বৃহস্পতিবারের ভাষণে বার বার তুলে ধরেছেন যেগুলির জেরে তার আসন এখন টলোমলো। উইসকনসিনের কেনোশায় কৃষ্ণাঙ্গ তরুণ পুলিশের গুলিতে পক্ষাঘাতগ্রস্ত হওয়ার অভিযোগে মার্কিন মুলুকে অক্সিজেন পাওয়া ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ট্রাম্প। তবে তাতে যেন তাঁকে বর্ণবৈষম্যের সমর্থক না ভাবা হয়, সাম্প্রতিক কনভেনশনে সে চেষ্টা করেন একাধিক বক্তাই।

ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটদের কনভেনশনে বাইডেন আমেরিকাকে বর্ণবৈষম্য, আর্থিক বৈষম্য ও সামাজিক বৈষম্যের দেশ বলেছেন। কিন্তু ওরা নিজেরাই যখন দেশটাকে ভাঙছেন তখন কোন যুক্তিতে তার শাসনের দায়িত্ব চান? ট্রাম্পের মতে, বাইডেন ক্ষমতায় এলে নৈরাজ্যবাদীরা রাস্তায় ফের দাপিয়ে বেড়াবে। বাইডেনের আমেরিকাতে কেউ সুরক্ষিত থাকবেন না বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন