ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাইডেনকে ড্রাগ টেস্ট করার আহবান ট্রাম্পের

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে বিতর্কে অংশ নেওয়ার আগে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনকে ড্রাগ টেস্ট করাতে বললেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জানা গেছে, আগামী মাসে প্রথমবারের মতো বিতর্কে অংশ নিতে যাচ্ছেন এই দুই প্রার্থী। বিবিসি জানায়, এর আগেই নিজের ড্রাগ টেস্টের ফল জমা দেওয়া হবে জানিয়ে ট্রাম্প ওই আহ্বান জানিয়েছেন।

ট্রাম্প জানান, টেলিভিশন বিতর্কে হঠাৎ করেই বাইডেনের উন্নতি লক্ষ্য করেছেন। এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।

আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে ট্রাম্পের সঙ্গে তিনটি বিতর্কে অংশ নিতে হবে বাইডেনকে। প্রতিদন্দ্বী প্রার্থীকে ট্রাম্পের ড্রাগ টেস্ট করাতে বলার ঘটনা এটিই প্রথম নয়। ২০১৬ সালের নির্বাচন উপলক্ষে টেলিভিশন বিতর্কের আগে ডেমোক্রেটিক দলের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকেও ড্রাগ টেস্ট করাতে বলেছিলেন ট্রাম্প।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন