আফগানিস্তানের উত্তর ও পূর্বাঞ্চলীয় এলাকায় আকস্মিক বন্যায় অন্তত ৭০ জন নিহত হয়েছে। এতে আরও ৯০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আজ বুধবার (২৬ আগস্ট) পারওয়ানের মুখপাত্র ওয়াহিদা শাহকর জানান, পারওয়ান প্রদেশের রাজধানীর চারিকর শহরের বড় একটি অংশ এখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ধ্বংস হয়ে যাওয়া বাড়িগুলোর নিচে চাপা পড়া মানুষদের উদ্ধারে চেষ্টা করছেন আফগান কর্মকর্তারা।
এদিকে আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাতভর ভারি বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যায় তলিয়ে গেছে পারওয়ান ও ময়দান ওয়ারদাক প্রদেশের বিশাল এলাকা। বন্যার ফলে সৃষ্ট ভূমিধসে ধ্বংস হয়েছে এসব এলাকার হাজার হাজার ঘরবাড়ি। এছাড়াও রাস্তাঘাট ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি শত শত একর কৃষি জমি নষ্ট হয়েছে।
আনন্দবাজার/এম.কে