ঢাকা | মঙ্গলবার
১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রেণিকক্ষে মুরগির খামার, মাঠে সবজি চাষ

করোনাভাইরাসের প্রকোপে কেনিয়ার সরকার আগামী বছরের জানুয়ারি পর্যন্ত সব বিদ্যালয় বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে। এতে বেসরকারি বিদ্যালয়গুলো টিকে থাকা নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। ফলে বিদ্যালয়গুলোকে রূপান্তর করা হচ্ছে খামারে। এবং বিদ্যালয়ের মাঠে সবজি চাষ করা হচ্ছে।

এ প্রসঙ্গে সেন্ট্রাল কেনিয়ান স্কুলের মালিক জোসেফ মাইনা বলেন, করোনার এই দুঃসময়ে সামান্য কয়টা টাকার জন্য বিদ্যালয়ে প্রাণী পোষতে হচ্ছে। কিন্তু শিক্ষা থেকে এতোটা আয়ও আশা করা হয় না। বাধ্য হয়েই বিদ্যালয়কে মুরগির খামার করা হচ্ছে।

জানা গেছে, মার্চের শুরুতে সব বিদ্যালয় বন্ধ করার নির্দেশনা এলে সব বিদ্যালয় সংশ্লিষ্টদের কঠিন সময়ের মুখে পড়তে হয়। মাইনা ওই সময় একটি ঋণ শোধ করছিলেন। ফলে ব্যাংকের সঙ্গে তাকে পুনরায় সমঝোতা করতে হয়।

মাইনার প্রথমে মনে হলো সব কিছু হারিয়ে গেছে, টিকে থাকার জন্য কিছু করতে হবে। সেই চিন্তা থেকেই মুরগির খামার করেন মাইনা। শ্রেণিকক্ষে মুরগির খামারের পাশাপাশি মাঠেও চাষ করা হচ্ছে সবজি। করোনায় অর্থনৈতিক দুর্দশা থেকে মুক্তি পেতে এমন পথে পা বাড়াচ্ছে বিদ্যালয় সংশ্লিষ্টরা।

সংস্থাটির প্রধান নির্বাহী পিটার নডরো জানান, তিন লাখের মতো বিদ্যালয়ের মধ্যে প্রায় ৯৫ শতাংশ বিদ্যালয়ের শিক্ষকদের বিনা বেতনে ছুটিতে পাঠানো হয়েছে। এরইমধ্যে ১৩৩ বিদ্যালয় স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। অনেকে বিকল্প কর্মসংস্থানের দিকে ঝুঁকছেন। আবার কেউ কেউ টিকে থাকতে বিদ্যালয়গুলোকে মুরগির খামারও বানিয়ে ফেলেছেন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন