ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ্যে এলো উ. কোরিয়ার রহস্য সাবমেরিন

উত্তর কোরিয়ার জাহাজ তৈরির একটি জায়গায় (শিপইরার্ড) স্যাটেলাইটে ধরা পড়লো রহস্যজনক সাবমেরিন। এমন এক সময় ছবিটি প্রকাশ্যে এলো, যখন উত্তর কোরিয়া সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরিকল্পনার বিষয়টি জোরালো হচ্ছে।
গত মে মাসে ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছিল, সাবমেরিন তৈরি করছে উত্তর কোরিয়া। তারও আগে ২০১৯ সালের আগস্টে স্যাটেলাইটে ধারণ করা ছবিতে দেখা যায়, উত্তর কোরিয়া এমন এক ধরনের সাবমেরিন তৈরি করছে, যা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নতুন এই সাবমেরিন আগেই পর্যবেক্ষণ করেছেন কিম জং উন। ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সাবমেরিনের ফলে কিছু শত্রু রাষ্ট্র আরো হুমকিতে পড়ে যাচ্ছে।
এর আগে, ২০১০ সালের মার্চে দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধজাহাজ বিস্ফোরক টর্পেডো দিয়ে ধ্বংস করে দেয় উত্তর কোরিয়া। আর সেটি উত্তর কোরিয়ার এমএস-২৯ ইউনো ক্লাস মিডগেট সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয়েছিল বলে ধারণা করা হয়।
ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদনে দাবি করা হয়, নতুন সাবমেরিনটি ওই সাবমেরিনের পরের ভার্সন।
আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন