ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েল- আমিরাতের বৈঠক বাতিল

কয়েক দশকের বিবাদ ভুলে সম্প্রতি নতুন সম্পর্ক স্থাপিত হয়েছে মধ্যপ্রাচ্যের দুটি দেশ আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে। তবে দুই সপ্তাহ না পেরুতেই সেই সম্পর্কে ফাটল ধরেছে। মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫ নিয়ে ফের এই দ্বন্দ্ব শুরু হয়েছে।

আমিরাতের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আপত্তি করেছে। এরই জেরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় একটি বৈঠক বাতিলের সিদ্ধান্ত নিয়েছে আমিরাত।

পেন্টাগন জানায়, দীর্ঘদিন ধরেই অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমানটি ক্রয় করতে আগ্রহী ছিল আমিরাত। গেল সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি নিয়ে আমিরাতের সাথে আলোচনা চলছে। আগামী ছয় মাসের মধ্যে এ নিয়ে চুক্তি হতে পারে বলেও জানান ট্রাম্প।

তবে এই সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও আমিরাতের মধ্যে এফ-৩৫ বিক্রি নিয়ে কোনও আলোচনার তথ্য তার কাছে নেই বলেও জানিয়েছেন নেতানিয়াহু। আর এতেই ক্ষেপেছে  আমিরাত।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন