ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আফ্রিকা মহাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করলো ডব্লিউএইচও

নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে সর্বশেষ পোলিও শনাক্ত হওয়ার চার বছর পর আজ মঙ্গলবার আফ্রিকা মহাদেশকে পোলিওমুক্ত ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এক বিবৃতিতে আফ্রিকান দেশগুলোর সরকার, দাতা, সম্মুখ সারির স্বাস্থ্য কর্মী এবং কমিউনিটির নিরলস প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়ে ডব্লিউএইচও বলেছে এর ফলে মহাদেশটির ১৮ লাখ শিশু গোটা জীবনের পঙ্গুত্বের ঝুঁকি থেকে রক্ষা পাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোর্স আধানম গেব্রিয়েসাস মানব হিতৈষী, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসসহ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

নাইজেরিয়ার ডাক্তার এবং রোটারী ইন্টারন্যাশনালের পোলিও নির্মূল কার্যক্রমের স্থানীয় সমন্বয়ক তুনজি ফানসহু বলেন, বিশ্ব থেকে পুরোপুরি পোলিও সংক্রমন নির্মূলে এটি একটি জরুরি পদক্ষেপ হিসাবে বিবেচিত হবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন