ঢাকা | শুক্রবার
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

একসাথে দুই ছবির নায়িকা হয়ে আসছেন দীঘি

একসাথে দুই ছবি নিয়ে চলচ্চিত্র জগতে পা রাখছেন প্রার্থনা ফারদিন দিঘী। ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’সহ একের পর এক হিট ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন দীঘি। বেশ কয়েকটি ছবিতে অভিনয় করার পর চলচ্চিত্র থেকে অনেকটাই দূরে রেখেছিলেন নিজেকে। তবে বেশ কিছু দিন ধরেই চলচ্চিত্র পাড়ায় শোনা যাচ্ছে নায়িকা হয়েই ফিরবেন দীঘি।

জানা গেছে, সফল শাপলা মিডিয়া প্রতিষ্ঠানটি দুটি ছবিতে নায়িকা চরিত্রে চুক্তিবদ্ধ করেছে দিঘীকে। এর মধ্যে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ নামের একটি ছবির শুটিংও শুরু হয়েছে। আরেকটির নাম ‘ধামাকা’। দুটি ছবিতেই দীঘির নায়ক শান্ত খান।

এ ব্যাপারে দিঘী জানান, একদম শুরু থেকেই আমি কোন ছবি করবো আর কোনটা করবো না সেই সিদ্ধান্ত নিতেন মা। কিন্তু মা এখন বেঁচে নেই আমাদের মাঝে। এখন আমার সব সিদ্ধান্ত নেন বাবা। শাপলা মিডিয়া এই সময়ে সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান। সেলিম আংকেলও আমাকে মেয়ের মতো স্নেহ করেন। বাবা ভেবে দেখেছেন এই ছবিতে কাজ করলে আমার জন্য ভালো হবে। আমিও বাবার কথায় রাজি হয়েছি।

দিঘী ব্যাপারে আশাবাদী প্রযোজক সেলিম খান। তিনি জানান, দেশের আনাচে-কানাচে দীঘির অনেক ভক্ত। তাকে চেনেন না এমন মানুষ কমই পাওয়া যাবে। আমার ধারণা, দীঘিকে নায়িকা রূপে দেখতে চাইবেন তার ভক্তরা। আশা করছি শান্ত এবং দীঘি একসময় চলচ্চিত্রের সফল জুটি হবে।

উল্লেখ্য, দিঘী মা দোয়েল এবং বাবা সুব্রত দুজনই ছিলেন চলচ্চিত্রের মানুষ। দিঘীর শোবিজে পথ চলা শুরু হয় একটি মোবাইল অপারেটরের বিজ্ঞাপনে মডেল হয়ে। এর পরই ডাক পান চলচ্চিত্রে। এরপর একে একে বেশ কয়েকটি দর্শকপ্রিয় ছবিতে কাজ করেছেন তিনি।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন