ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ফের কমেছে সোনার দাম

আজ সোমবার (২৪ আগষ্ট) আন্তর্জাতিক বাজারে ডলারের দাম স্থিতিশীল থাকায় সোনার দাম বেশ কিছুটা হ্রাস পেয়েছে। একই সঙ্গে কমে গেছে রূপার দামও।

কোটাক সিকিউরিটির তথ্যমতে, সোনার ব্যবসায় এমন ধারা অব্যাহত থাকতে পারে। তবে দাম কম থাকায় বিক্রির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ভোক্তাদের কম চাহিদার প্রভাবও সোনার দামের ওপরে ঠেকেছে।

আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড সূচকে ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৪ দশমিক ১৩ ডলার। ইউএস গোল্ড সূচকে ০ দশমিক ২ শতাংশ দাম কমে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ১ হাজার ৯৪২ দশমিক ৯০ ডলার।

একই সঙ্গে রূপার সূচকে ০ দশমিক ৬ শতাংশ কমে বর্তমানে প্রতি আউন্সে দাম ২৬ দশমিক ৫৪ ডলারে দাঁড়িয়েছে। খবর: হিন্দুস্তান টাইমস।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন