ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনাভাইরাস চিরকাল থেকে যেতে পারে

করোনাভাইরাস বিভিন্ন রূপে চিরকাল থেকে যেতে পারে বলে সতর্ক করছেন ব্রিটিশ সরকারের জরুরি বৈজ্ঞানিক পরামর্শদাতা দলের (সেইজ) বিশেষজ্ঞ মার্ক ওয়ালপোর্ট। মানুষকে নিয়মিত বিরতিতে করোনার টিকা নিতে হতে পারে বলে বলছেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম বলেছিলেন, দুই বছরের মধ্যে করোনা মহামারি থেকে মুক্তি মিলতে পারে। যেভাবে ১৯১৮ সালে ছড়িয়ে পড়া স্প্যানিশ ফ্লু থেকে মুক্তি মিলেছিল।
তারপরই ওয়ালপোর্ট বলছেন, জনসংখ্যার ঘনত্ব ও ভ্রমণের ফলে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ে। ১৯১৮ সালের চেয়ে বর্তমানে পৃথিবীতে জনসংখ্যা অনেক বেশি।
ওয়ালপোর্ট আরও বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনতে হলে বিশ্বব্যাপী টিকা কার্যক্রম প্রয়োজন। তবে করোনা গুটিবসন্ত জাতীয় কোনো রোগ নয় যে, টিকা দেওয়ার মাধ্যমেই নির্মূল হয়ে যেতে পারে।
ওয়ালপোর্ট বলেন, এটি এমন একটি ভাইরাস, যেটি আমাদের সঙ্গে কোনো না কোনো রূপে চিরকাল থাকবে এবং প্রায় নিয়মিতভাবে টিকা দেওয়ার প্রয়োজন হবে। তাই, একজন মানুষকে নিয়মিত বিরতিতে বারবার টিকা নিতে হবে।
বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে দুই কোটি ৩৩ লাখ ৭৯ হাজার ৫৮০ জন। তাদের মধ্যে বর্তমানে ৬৬ লাখ ৬৪ হাজার ৮২০ জন চিকিৎসাধীন রয়েছে। এবং ৬১ হাজার ৭১৭ জন (১ শতাংশ) জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন এক কোটি ৫৯ লাখ ছয় হাজারের বেশি মানুষ।
আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন