ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশী বিনিয়োগকারী দেশের তালিকায় শীর্ষে চীন

বাংলাদেশে বিদেশী বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে শীর্ষ স্থান দখল করেছে চীন। দেশে গত বছরে মোট বিদেশী বিনিয়োগ এসেছে ২৮৭ কোটি ৩৯ লাখ ডলার। আগের বছরের চেয়ে যা ২০ দশমিক ৬৪ শতাংশ কম।

চীন গত এক বছরে বাংলাদেশে বিনিয়োগ করেছে ৬২ কোটি ৬০ লাখ ডলার, যা স্থানীয় মুদ্রায় ৫ হাজার ৩২১ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা হিসেবে)। চীনের এ বিনিয়োগ মোট বিদেশী বিনিয়োগের প্রায় ২২ শতাংশ। চীনের সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে বিদ্যুৎ ও বস্ত্র খাতে। শীর্ষ ১০ দেশের মধ্যে এর অবস্থানে অর্থাৎ দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটির বিনিয়োগ মোট বিনিয়োগের প্রায় সাড়ে ১৪ শতাংশ। এছাড়া নবম স্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। ভারতের বিনিয়োগ মোট বিনিয়োগের ৪ শতাংশের মতো।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা গেছে, গত বছরে বিদেশী বিনিয়োগের মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে বিদ্যুৎ খাতের ৩২ দশমিক ৭৬ শতাংশ। এ খাতে উল্লিখিত সময়ে বিনিয়োগ হয়েছে ৯৪ কোটি ১৬ লাখ ডলার। বিদ্যুৎ খাতের মধ্যে গেল বছর চীনেরই বিনিয়োগ হয়েছে ৩৬ কোটি ২১ লাখ ডলার। দ্বিতীয় সর্বোচ্চ বিদেশী বিনিয়োগ হয়েছে ব্যাংকিং খাতে ১১ দশমিক ৬৭ শতাংশ। গেল বছর ব্যাংকিং খাতে বিদেশী বিনিয়োগ হয়েছে ৩৩ কোটি ৫৩ লাখ ডলার। তৃতীয় সর্বোচ্চ বিদেশী বিনিয়োগ হয়েছে খাদ্যে ৮ দশমিক ৬৫ শতাংশ। গেল বছর খাদ্যে বিদেশী বিনিয়োগ এসেছে ২৪ কোটি ৮৫ লাখ ডলার। চতুর্থ সর্বোচ্চ বিদেশী বিনিয়োগ হয়েছে টেক্সটাইল খাতে সাড়ে ৮ শতাংশ। গেল বছর এ খাতে বিদেশী বিনিয়োগ এসেছে ২৪ কোটি ৪২ লাখ ডলার। টেলিকমিউনিকেশন খাতে আসা বিদেশী বিনিয়োগ রয়েছে পঞ্চম স্থানে। গেল বছর এ খাতে বিদেশী বিনিয়োগ এসেছে ৭ দশমিক ২৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দেশভিত্তিক বিদেশী বিনিযোগকারী শীর্ষ দশটি দেশের মধ্যে চীন ও যুক্তরাজ্যের পরেই রয়েছে সিঙ্গাপুর। দেশটি গেল বছর বাংলাদেশে বিনিয়োগ করেছে মোট বিদেশী বিনিয়োগের প্রায় সাড়ে ৯ শতাংশ। চতুর্থ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। তাদের বিনিয়োগের পরিমাণ ১৯ কোটি ৩৫ লাখ ডলার যা ৬ দশমিক ৮৭ শতাংশ। পঞ্চম অবস্থানে থাকা নরওয়ে বিনিয়োগ করেছে ১৯ কোটি ৪২ লাখ ডলার, যা মোট বিদেশী বিনিয়োগের ৬ দশমিক ৭৫ শতাংশ।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন