ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা

পাইকারি বাজারে আবারো বাড়তে শুরু করেছে কাঁচামরিচের দাম। একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানিকৃত কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা। বুধবার ( ১৯ আগস্ট) প্রতি কেজি কাঁচামরিচ পাইকারিতে ৯৫ টাকা দরে বিক্রি হলেও বৃহস্পতিবার তা বেড়ে ১১০ টাকা দরে বিক্রি হয়েছে।

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে ও মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে বন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। ভারতের গুলডাঙ্গা, নাগপুর ও বিহার প্রদেশ থেকে দেশে কাঁচামরিচ আমদানি হলেও সম্প্রতি ভারতের নাগপুর ও গুলডাঙ্গা অঞ্চলে বন্যা হওয়ার কারণে কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। এখন শুধুমাত্র বিহার অঞ্চলে কাঁচামরিচ রয়েছে, যার কারণে পণ্যটির সরবরাহ কমায় সেদেশেই কাঁচামরিচের দাম বাড়তির দিকে রয়েছে। এতে করে আমাদের বাড়তি দামে কিনতে হচ্ছে, ফলে দেশেও দাম বাড়ছে।

কাঁচামরিচ ব্যবসায়ী মোস্তফা হোসেন বলেন, এক কেজি কাঁচামরিচ আমদানিতে শুল্ক পরিশোধ করতে হচ্ছে ২৪ টাকার মতো, শুল্ক কিছুটা কমলে দেশের মানুষ কম দামে কাঁচামরিচ খেতে পারতো।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন