ঢাকা | সোমবার
১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ভ্যাকাভিলে ভয়াবহ দাবানলে নেভানোর কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টার পাইলট নিহত হয়েছেন।

ক্যালিফোর্নিয়ার ভ্যাকাভিলে শহরের দাবানল নেভাতে হেলিকপ্টারটি থেকে পানি ছেটানো হচ্ছিল। এ সময় হেলিকপ্টাররে পাইলট একাই ছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

এরই মধ্যে ক্যালিফোর্নিয়ায় কয়েকশ দাবানল মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিওসোম। এদিকে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর নিকটবর্তী এলাকায় অতি দ্রুতগতিতে দাবানল ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ ওই অঞ্চল ছাড়তে বাধ্য হয়েছে। প্রায় এক লাখ বাসিন্দা ভ্যাকাভিল শহরটি সান ফ্রান্সিসকো ও স্যাকরামেনটো এলাকার ভেতরে পড়েছে।

প্রশাসনের দেওয়া তথ্য অনুসারে, ইতোমধ্যে ভ্যাকাভিল শহরের ৫০টি ভবন আগুনে পুড়ে গেছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ৫০টি স্থাপনা।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন