লিবিয়া থেকে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় নৌকাডুবিতে পাঁচ শিশুসহ অন্তত ৪৫ জন অভিবাসী নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৯ আগস্ট) জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য নিশ্চত করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চলতি বছরে লিবিয়াতে এটিই সবচেয়ে মারাত্মক নৌকাডুবির ঘটনা।
শরণার্থী-বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ছোট একটি নৌকাতে করে ৮০ জনেরও বেশি যাত্রী নিয়ে যাওয়ার সময় ইঞ্জিন বিস্ফোরিত হয়ে। এরপরই নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। তবে স্থানীয় জেলে ও মৎসজীবীরা ৩৭ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এখনও বেশ কয়েকজন নিখোঁজ আছেন।
ইতোমধ্যে ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) উভয়ই অভিবাসীদের উদ্ধার করতে অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছে।
আনন্দবাজার/এম.কে