ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মিশেল ওবামার সমালোচনার কড়া জবাব দিলেন ট্রাম্প

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান রাজনীতিবিদ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে লড়ছেন। নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট নেতা ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।

সম্প্রতি সাবেক ফার্স্ট লেডি ট্রাম্পের সমালোচনা করে একটি ভিডিও বার্তা প্রকাশ করে। সেই বার্তায় ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ভুল প্রেসিডেন্ট বলে মন্তব্য করেছেন মিশেল। এবার সেই সমালোচনার কড়া জবাব দিয়েছেন ট্রাম্প।

ডেমোক্রেটদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ধারণকৃত সেই ভিডিওতেই মিশেল ওবামা বলেছিলেন, ট্রাম্প আমেরিকার যোগ্য প্রেসিডেন্ট হতে পারেননি। তিনি যথেষ্ট সময় পেলেও নিজের ওপর অর্পিত দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারেননি।

এই কথার জবাবে ট্রাম্প বলেন, মিশেল ওবামা স্পষ্টতই উল্টাপাল্টা বক্তব্য দিয়েছে। তার উচিত ছিল সরাসরি এ বক্তব্য দেওয়া, যেটা তিনি করেননি। তার এ বক্তব্য বিভেদ সৃষ্টিকারী।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন