শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চালু হলো ডিএসইর ওয়েবসাইটের উন্নত সংস্করণ

চালু করা হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অফিশিয়াল ওয়েবসাইটের উন্নত সংস্করণ। মঙ্গলবার (১৮ আগস্ট) ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান ওয়েবসাইটের এই সংস্করণ উদ্বোধন করেন। ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, আপডেট সাইটটি খুব ব্যবহারবান্ধব ও রেসপনসিভ হবে। যা ব্যবহারকরীর চাহিদা অনুযায়ী প্রদর্শনের ব্যবস্থা এবং এক্সিলারেটেড মোবাইল পেজ (এএমপি) এর বৈশিষ্টগুলোর সঙ্গে স্বয়ক্রিয়ভাবে সামঞ্জস্য করবে।

ডিএসই আরও জানিয়েছে, ২০০৭ সালে তৈরি করা হয়েছিল বর্তমান ওয়েবসাইটটি। সময়ের সঙ্গে সঙ্গে নতুন পেজ সংযোজন করা হয়েছে। ২০১৩ সালে ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা সংস্করণ চালু করা হয়। বিভিন্ন পেজের ভিউয়ের ওপর ভিত্তি করে ও চুক্তিভিত্তিক বিজ্ঞাপনের মাধ্যমে আয় করে থাকে ওয়েবসাইটি। পর্যায়ক্রমে সাইটটির তথ্য ও ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে আজ সর্বশেষ প্রযুক্তিটি আপডেট করা হয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  দ্বিতীয় ধাপে চালু হলো ১০ জোড়া ট্রেন

সংবাদটি শেয়ার করুন