ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিনা মেঘে দেখা গেল বজ্রপাত

‘বিনা মেঘে বজ্রপাত’ কথাটা সাধারণত রূপক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। তবে এবার দেখা মিলেছে বাস্তবেও। অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরে। সম্প্রতি জোনাথন মুর নামের এক ব্যক্তি ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরেই ভাইরাল হয়ে যায় এই ভিডিও।

জানা যায়, টাম্পা শহরে গত ১২ আগস্টের ঘটনাটি ঘটে। সে দিন জোনাথন  নিজের গাড়ি করে শহরে ঘুরছিলেন। এসময় আচমকা মেঘ ছাড়াই আকাশে বিদ্যুৎ চমকাতে দেখেন তিনি। তা দেখে ক্যামেরা বের করে যখন ভিডিও ধারণ করেন তখন তার গাড়ি থেকে ৭৫ ফুট দূরে থাকা একটি পাম গাছের মাথায় হঠাৎ বজ্রপাত হয়। আর এতে গাছটির অনেকগুলো পাতাও খসে পড়ে।

এরপর ওই ঘটনাটির ভিডিওটি তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পরই চারিদিকে শোরগোল পড়ে যায়। ইতোমধ্যে প্রায় ১৮ হাজার মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। এদের মধ্যে বেশিরভাগই নিজেদের অবাক হওয়ার কথা স্বীকার করেছেন।

সূত্র: ডেইলি মেইল

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন