যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে দুইবারের বেশি কেউ প্রেসিডেন্ট হতে পারবেন না। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার বলেন, আমি পুনর্নির্বাচিত হলে তৃতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন করবো।
উইসকিনসনের ওই সমাবেশে ট্রাম্প আরো বলেন, আমি আরও আট বছর প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। এর কারণ ২০১৬ সালে আমার নির্বাচনী প্রচারণায় গুপ্তচরবৃত্তি করা হয়েছিল। এজন্য আমাদের আরও চার বছর পাওয়া উচিত।
ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় দফায় নির্বাচনের ইঙ্গিত এবারই প্রথম নয়। এর আগেও যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক নির্বাচন নিয়ে নাটকীয় এবং নজিরবিহীন মন্তব্য করে ছিলেন তিনি। গেল মাসেই তিনি নভেম্বরের নির্বাচন পেছানোর জন্য ইঙ্গিত দিয়ে ছিলেন। তবে এটাকে ‘প্রেসিডেন্সিয়াল ডেকোরামের লঙ্ঘন’ হিসেবে বিবেচিত করা হয়ে ছিল।
এদিকে, ট্রাম্পের এ ধরনের মন্তব্যে অনেক সিনেটিজেন অবাক হয়েছেন। তবে অন্যরা জানান, ট্রাম্প শুরু থেকেই আমেরিকায় কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা কায়েমের প্রচেষ্টা চালাচ্ছে।
আনন্দবাজার/এম.কে