ঠোঁটের ভেতর শব্দ খুঁজি ভ্রমণের জন্য, আর অন্যর চোখেও হারিয়ে যায় ভ্রমণেরই জন্য। এমনি একজন ভ্রমণ প্রিয়াসূ চট্টগ্রামের পাহারতলীর ইমদাদুল হক।
তিনি এপর্যন্ত বেশকয়েকটি দেশ ভ্রমণ করেছেন। বাংলাদেশের বিভিন্ন জেলার আকর্ষণীয় অনেক জায়গাসহ ভারত, ভুটান,নেপাল এরমতো দেশ ভ্রমণ করেছেন।
ভ্রমণ এর পাশাপাশি ইমদাদুল ফিল্মমেকিং করেন। ছোট বেলা থেকেই চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে মঞ্চ নাটকের সাথে যুক্ত ছিলেন। এর পর থেকে নিজের ফিল্ম প্রডাকশন ইমদাদুল হক ফিল্মস নিয়ে কাজ করা শুরু করেন।
তিনি এপর্যন্ত বেশকিছু শর্টফিল্ম বানিয়েছে। তারমধ্যে উল্লেখযোগ্য বাবা,কথা দিলাম,ও চাইল্ড লেবার তিনি ভ্রমণ এর সময় অনেক রকম ট্রাভেল ভিডিও এবং ট্রাভেল ব্লগ তৈরি করেন তার ইউটিউব চ্যানেল এর জন্য।
ইমদাদুল হক বলেন,ভ্রমণ করে আমি খুব কাছ থেকে অনেক কিছু দেখেছি ও শিখেছি। এবং পাঠ্যবই থেকে যত কিছু শিখা যায় না বরং ভ্রমণ করে এর চেয়ে বেশি কিছু শিখা যায়। আমার মন চায় ভ্রমণ এর মাধ্যমে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। এবং প্রকৃতিকে আরো কাছ থেকে দেখতে ও তার স্বাদ নিতে। আমার ইচ্ছা ভ্রমণ করে একসময় বিশ্বজয় করব। আমি চায় বাংলাদেশকে বিশ্বের মাঝে অন্যরকম উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ভাবে তুলে ধরতে।
ইমদাদুল হক এর ভবিষ্যৎ কানাডা থেকে ফিল্ম নিয়ে লেখাপড়া শেষ করে একজন ভালো ফিল্মমেকার এবং ট্রাভেলার হিসেবে বাংলাদেশকে বিশ্বের মাঝে এক অনন্যরকম ভাবে তুলে ধরতে চাই। বাংলাদেশেকে যাতে সারাবিশ্ব খুব সহজে চিনতে পারে। তিনি বাংলাদেশের জন্য,দেশের মানুষের জন্য আমরন ভালো কিছু করতে চাই।
আনন্দবাজার/শাহী/হিমেল