ঢাকা | শুক্রবার
১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভুল করে ৯০ কোটি ডলার ট্রান্সফার করলো মার্কিন সিটি ব্যাংক

সম্প্রতি মার্কিন সিটি ব্যাংক ভুল করে প্রসাধনী প্রস্তুতকারক কোম্পানি র‌্যাভলন ইনকরপোরেশনের ঋণদাতা প্রতিষ্ঠান হেজ ফান্ড ব্রিজ ক্যাপিটালসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে ৯০ কোটি ডলার পাঠিয়েছে। এতে করে বিপাকে পড়েছে প্রতিষ্ঠানটি।

সিটি গ্রুপ জানায়, ঋণের সুদ হিসেবে ব্রিগেডকে ১৫ লাখ ডলার পাঠাতে চেয়েছিল ব্যাংকটি। কিন্তু ‘অপারেশনগত ভুলের’ কারণেই এই বিপুল পরিমাণ অর্থ ট্রান্সফার হয়ে যায়।

এদিকে, বেশ কয়েকজন প্রাপক তাৎক্ষণিকভাবে ওই অর্থ ফেরত দিলেও ব্রিজ ক্যাপিটাল তাদের ১৭ কোটি ৬০ লাখ ডলার ফেরত দেয়নি। এমন অবস্থায় ব্রিজ ক্যাপিটালকে এই অর্থ ফেরত দিতে বাধ্য করতে আদালতে মামলা করেছে সিটি ব্যাংক।

নিউইয়র্কের আদালতে করা মামলায় ব্যাংকটি থেকে জানা যায়, ভুল ধরা পড়ার পর সিটি ব্যাংক ওই অর্থ ফেরত দিতে প্রাপকদের অনুরোধ জানিয়েছে। এর মধ্যে কেউ কেউ তা ফেরত দিলেও ব্রিজ ক্যাপিটালসহ কয়েকটি কোম্পানি ওই অর্থ এখনও ফেরত দেয়নি।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন