নর্দার্ন ক্যালিফোর্নিয়ায় ঘূর্ণিঝড়ের মত আকাশে হাওয়ার মত উড়ছে আগুন। চারদিকে ছড়িয়ে পড়ছে ধোঁয়া আর ছাই। দমকলবাহিনী এলাকার সব ঘর-বাড়িগুলোকে রক্ষা করতে কাজ করছে। আকাশ ছেয়ে আছে ফায়ার ক্লাউড বা আগুন থেকে তৈরি মেঘ। জানা যায়, গত সপ্তাহের শেষের দিকে ওই অঞ্চলে সেই মেঘ তৈরি হয়েছে। সেই টর্নেডো দেখা যাচ্ছে লয়ালটন নামের এক ছোট শহরে।
জানা যায়, প্রবল বেগে হাওয়া যখন আগুনের সংস্পর্শে আসে, তখনই এরকম ঘটনা ঘটে। আর সেটাই হচ্ছে নর্দার্ন ক্যালিফোর্নিয়ায়। আগুনের শিখা ঘুরে ঘুরে আকাশে দিকে উঠে যাচ্ছে।
ইতিমধ্যেই ওই এলাকায় ফায়ার টর্নেডো নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং এলাকা ফাঁকা করার নির্দেশিকা জারি করা হয়েছে।
জানা গেছে, ইতিমধ্যে সেখানকার জঙ্গলে আগুন জ্বলছে। ভস্মে পরিণত হয়েছে লয়ালটনের অন্তত ২২০০০ একর জায়গা। চারপাশে শুধুই গরম আর শুকনো আবহাওয়া।
এর আগে ২০০৩ সালে ক্যানবেরার দাবানল থেকে এমন একটি ফায়ার টর্নেডো তৈরি হয়েছিল। ওই ঘটনায় ৫০০ বাড়ি জ্বলে গিয়েছিল। এবং সেই আগুনে বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছিল।
এছাড়া গত বছরের ডিসেম্বরে এমন এক ঘটনায় এক দমকলকর্মীর মৃত্যু হয়েছিল।
আনন্দবাজার/টি এস পি