ঢাকা | শনিবার
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিপাইনে ৬.৭ মাত্রার ভুমিকম্প আঘাত হেনেছে

আজ মঙ্গলবার সকালে ফিলিপাইনের মধ্যাঞ্চলে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৭। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। সেইসঙ্গে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
জানা গেছে, ফিলিপাইনের স্থানীয় সময় সকাল ৮ টা ৩ মিনিটে (গ্রিনিচ মান সময় ০০০৩ টা) বিকল অঞ্চলের মসবাত দ্বীপের ৬৮ কিলোমিটার দক্ষিণপূর্বে এ ভূমিকম্প আঘাত হানে।
ইউএসজিএসের এক বিবৃতিতে বলা হয়েছে, এতে ক্ষয়-ক্ষতি কম হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, ভূমিকম্পের সময় পশ্চিম ভিসায়াসের ইলয়লো নগরীর বাসিন্দারা আতংকে ঘরবাড়ির বাইরে চলে আসে। এতে অনেকের বাড়ি-ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। দেশটির পুলিশ বিভাগের কর্মকর্তা কর্নেল এরিক ডাম্পেল জানান, এটি ছিল একটি শক্তিশালী ভূমিকম্প। এতে সকলে আতংকগ্রস্ত হয়ে পড়ে।
জানা গেছে, সেখানের প্রায় সকলেই তাদের ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। এখনও তার বাইরেই অবস্থান করছেন।
আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন