এখন পর্যন্ত বিশ্বে নির্ভরযোগ্য যে রেকর্ড রাখা আছে সে অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড তৈরি হয়েছে। গত রবিবার এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের একটি স্থানে। মার্কিন আবহাওয়া কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ফারনেস ক্রিক নামের জায়গাটিতে সেদিন তাপমাত্রা ৫৪.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেচে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস পূর্বাভাস দিয়েছে, দেশটির পশ্চিম উপকূল জুড়ে তাপপ্রবাহ চলতে থাকায় এই সপ্তাহে তাপমাত্রা আরও বাড়তে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
জানা যায়, রবিবারের ৫৪.৪ ডিগ্রি সেলসিয়াসের আগে রেকর্ড করা সবচেয়ে নির্ভরযোগ্য সর্বোচ্চ তাপমাত্রাটিও যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কেরই ছিলো। ২০১৩ সালে ওই স্থানের তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। তবে জানা যায়, প্রায় এক শতাব্দী আগে ওই স্থানের তাপমাত্রা ৫৬.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। কিন্তু বেশ কিছু আবহাওয়া বিশেষজ্ঞ মনে করেন, ওই তাপমাত্রা পরিমাপে ভুল ছিল।
জানা গেছে, গত শনিবার তীব্র তাপপ্রবাহের কারণে বিকল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বিদ্যুৎ কেন্দ্র। এতে টানা দুই দিন ধরে বিদ্যুৎহীন হয়ে পড়ে ওই অঞ্চল।
ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে কর্মরত ব্রান্ডি স্টুয়ার্ট জানান, মারাত্মক গরম, যেন মুখ পুড়ে যায়। গত পাঁচ বছর ধরে পার্কে কাজের পাশাপাশি বসবাসও করছেন স্টুয়ার্ট। বাইরে থাকা কষ্টদায়ক হওয়ায় আগস্ট মাসের বেশিরভাগ সময়ই তাকে ঘরের ভেতর কাটাতে হয়।
স্টুয়ার্ট বলেন, বাইরে হাঁটলে মনে হবে যেন মুখে হেয়ারড্রায়ার দিয়ে কেউ তাপ দিচ্ছে। গরম টের পাবেন, মনে হবে যেন চুলার মধ্য দিয়ে হাঁটছেন আর চারপাশে তাপ ছড়ানো।
আনন্দবাজার/টি এস পি