রাতের বেলা ইতালিতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তারা মনে করছেন, সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত সামাজিক দূরত্ব তদারকি করা বেশ কঠিন হয়ে পড়েছে। আর এ কারণেই এই সময়ে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
সম্প্রতি ইতালিতে নতুন করে প্রায় ৫০০ কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে এবং এতে চারজন নতুন করে মারা যাওয়ার পর মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্কাই নিউজ এক প্রতিবেদনে বলা হয়েছে, রাতের বেলা মাস্ক পরা বাধ্যতামূলক করার সঙ্গে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে নাইট ক্লাবসহ অন্যান্য বিনোদন কেন্দ্রও বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে, ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেন, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি এবং ফ্রান্সে এখন পর্যন্ত সংক্রমণ সবচেয়ে বেশি। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যানে বলছে, ইতালিতে এখন পর্যন্ত মোট ২ লাখ ৫৩ হাজার ৯১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর দেশটিতে করোনায় মারা গেছে ৩৫ হাজার ৩৯৬ জন। যদিও করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ২ লাখ ৩ হাজার ৭৮৬ জন।
আনন্দবাজার/এম.কে