আজ সোমবার (১৭ আগস্ট) প্রকাশিত জাপানের সরকারি তথ্য মতে, মহামারী করোনাভাইরাসের কারণে বাণিজ্য কমে যাওয়ায় এপ্রিল থেকে জুন সময়কালে জিডিপির হার ২৭.৮ শতাংশ হ্রাস পাওয়ায় দেশটি অর্থনীতিতে বড় সংকটে পড়েছে।
জাপানের মন্ত্রিপরিষদ অফিসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এপি জানায়, প্রাক মৌসুমে জাপানের জিডিপি ৭.৮ শতাংশ কমে গেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে জাপান।
এর আগে ২০০৯ সালে বিশ্ব আর্থিক সংকটকালে সবচেয়ে বেশি ব্যয় সংকোচন ছিল জাপান। গত বছরের ডিসেম্বরে ভাইরাসের প্রকোপটি ছড়িয়ে পড়ার আগে থেকেই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটি।
করোনাভাইরাস এবং তা প্রতিরোধে সামাজিক দূরত্বের বিধিনিষেধের কারণে ধীরে ধীরে জাপানের অর্থনীতি আরও খারাপ দিকে পৌঁছে যায়।
আনন্দবাজার/এম.কে