ঢাকা | শনিবার
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অবরুদ্ধ গাজায় ট্যাংক হামলা চালিয়েছে ইসরায়েল

গাজা উপত্যকায় হামাসের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দক্ষিণাঞ্চলীয় ইসরায়েলে রকেট এবং উড়ন্ত বেলুনবোমা হামলার জবাব হিসাবে এই হামলা চালানো হয়েছে বলে জানায় ইসরায়েল।

আজ সোমবার ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজা উপত্যকায় হামাসের বেশকিছু সামরিক পর্যবেক্ষণ পোস্টকে লক্ষ্য করে ট্যাংক দিয়ে হামলা চালানো হয়েছে। সীমান্তের ওপার থেকে বিস্ফোরক এবং বেলুনবোমা দিয়ে হামলার করা হয়।

এদিকে এই হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ২০০৭ সাল থেকে ফিলিস্তিন অঞ্চলে অবরোধ করে রেখেছে ইসরায়েল। হামাসকে তাদের নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে স্থল ও নৌ অবরোধ আরোপ করেছে দেশটি। গেল এক সপ্তাহ ধরে ধারাবাহিক উত্তেজনাকর পরিস্থিতির সবশেষ ঘটনা হচ্ছে এই ট্যাংক হামলা।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন