ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৩ লাখ ডলারে বিক্রি হলো একটি ফোন নম্বর

৮ সংখ্যাটিকে চীনের রাষ্ট্রভাষা মান্দারিনে সমৃদ্ধির সংখ্যা হিসেবে দেখা হয়। তাই দেশটির ফোন ব্যবহারকারীরা নিজের ফোন নম্বর নেওয়ার ক্ষেত্রে এই নম্বরটির ওপর জোর দিয়ে থাকেন।

জানা গেছে, সম্প্রতি চীনে একটি ফোন নম্বরের শেষের ৫ টি সংখ্যাই একই সঙ্গে ৮ থাকায় অনেকেই সেটা পাওয়ার জন্য অনলাইনে রীতিমতো কাড়াকাড়ি শুরু করে দেয়। পরে ওই ফোন নম্বরটি নিলামে তোলা হয়। এবং সেটি চীনা মুদ্রায় ২২ লাখ ইয়েনে বিক্রি করা হয়। ডলারের হিসেবে যার মূল্য ৩ লাখ ডলার।

বেশ কিছুদিন আগে বেইজিংয়ের একটি আদালত ওই নম্বরটি বিক্রির জন্য অনলাইনে নিলামের আদেশ দেন। গত শুক্র ও শনিবার নম্বরটি কেনার জন্য ৫ হাজার লোক নিলামে অংশ নেয় বলে জানা যায়। অবশেষে ওই ‌’লাকি’ নম্বরটি ৩ লাখ ডলারে বিক্রি হয়।

চীনে ৮ সংখ্যাটি এতটাই গুরুত্বপূর্ণ যে ২০০৮ সালের বেইজিংয়ে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানটি অষ্টম মাস অর্থাৎ আগষ্টের অষ্টম দিনে আটটা বেজে আট মিনিটে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল।

জানা যায়, গতকাল রোববার নিলাম জয়ী ব্যক্তি নম্বরটির জন্য ৪০০ ইয়েন পরিশোধ করেছেন। আগামী ১০ দিনের মধ্যে তিনি বাকী টাকা পরিশোধ করবেন। এর আগে ২০১৭ সালে সাতটি ৮ ডিজিটের ফোন নম্বর ৩৯ লাখ নিলামে বিক্রি হয়েছিল বলে জানা গেছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন