ঢাকা | শনিবার
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি হলেন জাপানের প্রধানমন্ত্রী

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। নিজস্ব সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সম্প্রতি জাপান সরকারের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা জানিয়েছেন, করোনাভাইরাস মহামারির মধ্যে অতিরিক্ত কাজের চাপে ‘অবসাদে’ ভুগছেন অ্যাবে। এরপরই স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেলেন তিনি।

রয়টার্স জানায়, সোমবার টোকিও’র কেইও বিশ্ববিদ্যালয় হাসপাতালে জাপানের সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা হয় ।

তবে ঠিক কোন কারণে ৬৬ বছর বয়সী অ্যাবের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এ ব্যাপারে এখনও জানা যায়নি কিছু।

তবে দেশটির নির্ভরযোগ্য সংবাদ সংস্থা কায়োদো নিউজ প্রধানমন্ত্রীর নিকটজনের বরাত দিয়ে জানায়, এটা অ্যাবের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ছিল।

সরকারি সূত্রের বরাত দিয়ে নিপ্পন টিভি জানায়, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরিস্থিতি উদ্বেগ হওয়ার মতো নয়।

কায়োদোর নিউজের খবরে বলা হয়েছে, বছরে নিয়মিত দু’বার আবের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সবশেষ তার মেডিকেল চেকআপ করা হয়েছিল ১৩ জুন। এবার ছিল তার ফলোআপ।

এর আগে গত সপ্তাহে জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টির টেক্স প্যানেলের চেয়ারম্যান আকিরা আমারি জানিয়েছিলেন, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় অত্যধিক কাজের চাপে অবসাদে ভুগতে পারেন প্রধানমন্ত্রী অ্যাবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন