ঢাকা | বুধবার
১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বাস্থ্যবিধি মেনে ব্রিটেনে ভিন্নরকম কনসার্ট

বিশ্বে নভেল করোনাভাইরাস মহামারি আঘাত হানার পর বিশ্বে প্রথমবারের মতো কনসার্টের আয়োজন করেছে ব্রিটেন। স্বাস্থ্যবিধি মেনে আড়াই হাজার লোক নিয়ে অনুষ্ঠিত হয়েছে এই কনসার্ট। করোনার প্রকোপ কিছুটা কমে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে ব্রিটেন। তবে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
জানা গেছে, সেই নির্দেশনা মেনেই কনসার্টে হাজির হয়েছিলেন আড়াই হাজার মানুষ। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে আড়াই হাজার মানুষের উপস্তিতিতে এই কনসার্টের আয়োজন করে বিশ্বের নজর কেড়েছে ব্রিটেন। উত্তর ইংল্যান্ডের নিউক্যাসল এর গোসফর্থ পার্কে এই কনসার্টের আয়োজন করা হয়েছিল।
আরও জানা যায়, সামাজিক দূরত্ব বজায় রাখতে ৫০০টি মেটালের ছোট ছোট মঞ্চ তৈরি করা হয়েছিল ওই কনসার্টে। যেখানে মাত্র তিনজনের বসার ব্যবস্থা ছিল। তাদের সব রকম সতর্কতা মেনে খাবার ও পানীয় দেওয়া হয়েছিল। তবে একজন থেকে আরেক জনের দূরত্ব থাকার কারণে মাস্কের বাধ্যবাধকতা ছিল না। সেখানে সবাইকে হ্যান্ড স্যানিটাইজারও দেয়া হয়েছিল।
ওই কনসার্ট দেখে বিশ্বের মানুষ নতুন করে ভাবতে শুরু করেছে, এভাবেও সব কিছু স্বাভাবিক করা যায়। এমন উদ্যোগকে সমর্থন জানিয়েছে বিশ্বের বিনোদন জগতসহ বেশিরভাগ মানুষ।
আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন