অস্ট্রেলিয়ার সিডনি থেকে চার ঘণ্টা উত্তরে ম্যাককুইরি বন্দরের কাছাকাছি এক সৈকতে দু‘জন স্বামী-স্ত্রী সার্ফিং করছিলেন। আর এমন সময় সঙ্গীর পা ধরে টান দেয় একটি সাদা হাঙ্গর। সঙ্গে সঙ্গে প্রাণপণে ঝাঁপিয়ে পড়ে হাঙ্গরটিকে আঘাত করেন তার সাহসী স্বামী। বেশ কয়েকবার আঘাত করার পরই পা ছেড়ে দিতে বাধ্য হয় হাঙ্গরটি।
স্বামীর সাহসী এমন পদক্ষেপের ফলে স্ত্রী বেঁচে যায় ভয়াবহ দুর্ঘটনা থেকে। শনিবারের এ ঘটনার পর ব্যাপক প্রশংসিত হয়েছেন মার্ক নামের ওই ব্যক্তি।
স্থানীয় পুলিশ জানিয়েছে, শনিবার সকালে ম্যাককুইরির ওই সৈকতে সার্ফিং করছিলেন এই দম্পতি। এসময় একটি সাদা হাঙ্গর এসে কামড়ে ধরে স্ত্রীর পা। এতে ওই মহিলার পায়ে মারাত্মক জখম হয়েছে। তবে তার সঙ্গী হাঙ্গরটিকে আঘাত করতে বাধ্য হয়েছে এবং সাহসিকতার সঙ্গে লড়াই করে স্ত্রীকে বাঁচিয়ে দিয়েছে।
গেল মাসেও তাসমানিয়ার সৈকতে মাছ ধরার একটি নৌকা থেকে ১০ বছরের এক শিশুকে টেনে নিয়ে যাচ্ছিলো একটি হাঙ্গর। এ সময় বাবার সাহসিকতায় ওই শিশুটি সেদিন বেঁচে যায়।
আনন্দবাজার/এম.কে