মহামারী করোনাভারসের কারণে পিছিয়ে দেয়া হয়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ সামরিক মহড়া। দক্ষিণ কোরিয়ার এক সেনা কর্মকর্তার করোনা শনাক্তের পরই ২ দিনের জন্য পিছিয়ে দেয়া হয়েছে এই মহড়া।
আজ রবিবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া শুরু হবে। কোভিড- ১৯ এর কারণে সৃষ্ট পরিস্থিতির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
জানা যায়, ১৬ আগস্ট থেকে এই মহড়া শুরুর কথা ছিলো। তবে গত শুক্রবার এই প্রশিক্ষণে অংশ নিতে যাওয়া এক সেনা কর্মকর্তার শরীরে করোনা ধরা পড়ে। এদিকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের এই সামরিক মহড়াকে গভীরভাবে পর্যবেক্ষণ করবে উত্তর কোরিয়া। এই মহড়াকে ‘যুদ্ধের প্রস্তুতি’ বলে অভিহিত করেছে দেশটি।
সূত্র: রয়টার্স
আনন্দবাজার/এম.কে