সম্প্রতি কানাডার একাধিক সরকারি দফতর শিকার হয়েছে সাইবার হামলার। জানা গেছে, সরকারি অনলাইন সেবার ৯ হাজারেরও বেশি ইউজার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সাইবার অ্যাটাকের উদ্দেশ্য ছিল মূলত জিসিকি সেবা, যা ব্যবহার করে ৩০টি ফেডারেল বিভাগ এবং কানাডার রাজস্ব সংস্থার অ্যাকাউন্টগুলো। কানাডার ট্রেজারি বোর্ডের সচিবালয় প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। কর্তৃপক্ষ জানায়, সরকারি সেবা খাতের তথ্য হাতিয়ে নিতেই ৯ হাজার ৪১টি জিসিকি অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং ইউজারনেম জালিয়াতির মাধ্যমে পাওয়ার চেষ্টা করা হয়। যদিও সব আক্রান্ত অ্যাকাউন্ট ইতোমধ্যে বাতিল করা হয়েছে।
এই ব্যাপারে কর্তৃপক্ষ জানিয়েছে, এটি এবং সম্প্রতি আরেকটি সাইবার অ্যাটাকের মাধ্যমে কানাডা রাজস্ব সংস্থার ৫ হাজার ৫০০ অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করা হয়েছে। তবে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, করদাতাদের তথ্য সুরক্ষিত রাখতে এসব আক্রান্ত অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। কিন্তু এসব অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়েছে কিনা কিংবা ব্যক্তিগত গোপনীয়তা ভাঙ্গা হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে এরই মধ্যে অনুসন্ধান শুরু করেছে কানাডা সরকার এবং ফেডারেল পুলিশ।
আগস্টের শুরু থেকেই কিছু কানাডীয় অভিযোগ করেন, তাদের ব্যাকিং তথ্য আর কানাডা রাজস্ব সংস্থার অ্যাকাউন্টের তথ্য অনেক রদবদল হয়েছে। এমনকি করোনা প্রাদুর্ভাবের কারণে সরকারি প্রয়োজনীয় অর্থ সহায়তার তালিকায়ও অনেকের নাম অনুমতি না নিয়েই অন্তর্ভুক্ত করার অভিযোগ রয়েছে।
আনন্দবাজার/এইচ এস কে