ঢাকা | রবিবার
১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কমলা হ্যারিসের চেয়ে আমার ভারতীয় সমর্থক বেশি : ট্রাম্প

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদলীয় প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ও তার রানিং মেট কমলা হ্যারিসকে নিয়ে আবারও আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, বাইডেনের নেতৃত্বে আমেরিকানরা নিরাপদ নয়। আর কমলা হ্যারিস তার চেয়েও খারাপ। তিনি আরও দাবি করেছেন, ভারতীয় বংশোদ্ভূত কমলার চেয়ে ভারতীয়দের কাছে বেশি জনপ্রিয় তিনি। ভারতের সংবাদমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে রিপাবলিকান ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের হয়ে লড়াইয়ে নামছেন জো বাইডেন। এবং তার রানিং মেট হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে লড়বেন কমলা হ্যারিস।
গতকাল শুক্রবার নিউ ইয়র্ক বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন ট্রাম্প। সে সময় তিনি বলেন, জো বাইডেন যদি প্রেসিডেন্ট হন তবে সঙ্গে সঙ্গে পুলিশ বিভাগ বিলোপ করতে তিনি আইন পাস করবেন। কমলা হ্যারিসতো তার চেয়েও খারাপ। তিনি ভারতীয় বংশোদ্ভূত হলে কী হবে, তার চেয়ে আমার ভারতীয় সমর্থক বেশি।
ট্রাম্প দাবি করেছেন, কমলা হ্যারিস পুলিশের সঙ্গে বিরূপ আচরণ করবেন। তাও পুলিশদের এ ব্যাপারে সতর্ক করে তিনি বলেন, এ লোকটি (বাইডেন) আপনাদের মান-মর্যাদা ছিনিয়ে নিচ্ছে। বাইডেনের আমেরিকায় কেউ নিরাপদে থাকতে পারবে না।
আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন