ভারতবাসীর কাছে করোনাভাইরাসের ভ্যাকসিন পৌঁছে দেয়ার রূপরেখা প্রস্তুত হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের স্বাধীনতা দিবসে দেওয়া এক ভাষণে করোনা টিকা নিয়ে চলা কর্মকাণ্ড দেশবাসীর কাছে তুলে ধরেছেন তিনি। তিনি বলেন, টিকা বাজারে এসে গেলেই সেটা যাতে সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে যায়, সেটা নিশ্চিত করতে সরকার সচেষ্ট।
তিনি আরও বলেন, ঋষি-মুনিদের মতো অধ্যাবসায় নিয়ে বিজ্ঞানীরা টিকা তৈরি করছেন। একটি-দুটি নয়, তিনটি টিকার কাজ চলছে বিভিন্ন পর্যায়ে। যখনই বিজ্ঞানীরা কাজ শেষ হয়েছে বলে জানাবেন, তখনই মানুষের কাছে তা পৌঁছে দেওয়া হবে। সারা দেশে দ্রুত করোনা টিকা পৌঁছে দেওয়ার রূপরেখা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। ভারত বায়োটেক, জাইডাস ক্যাডিলা ও সেরাম ইনস্টিটিউট করোনা টিকা তৈরি করছে ভারতে।
এখন পর্যন্ত বিশ্বে বেশ কয়েকটি দেশে টিকার কাজ বিভিন্ন পর্যায়ে চলমান রয়েছে। রাশিয়া সর্বপ্রথম করোনা টিকা তৈরির দাবি করলেও সেটির এখনও সঠিকভাবে টেস্টিং হয়নি বলে দাবি করছেন অনেক বিশেষজ্ঞরা।
আনন্দবাজার/টি এস পি