ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কবিতায় শেখ মুজিব

কবিতায় শেখ মুজিব
মোঃ আশিকুর রহমান

জন্ম নিলো ছোট্র শিশু, গ্রামটি টুঙ্গি পাড়া
বাবা ছিলেন লুৎফর আর মা যে সায়ারা।
ছোট ছেলে বটে সে, মনটা ছোট নয়
নিজের চাদর গরীবকে দেওয়ায় করেনি তো ভয়।
মা-বাবার চোখের আলো, নয়নের ও মণি
বুকটা তাদের ভরে যেত দেখে বদন খানি।

শৈশবের উদ্দীপনা মনে দেয় জোর-
দেশপ্রেমে এবার সে হয়েছে বিভোর।
পাকবাহিনী ঢুকলো দেশে করতে রাজত্ব,
কিভাবে দেখাবে সে এবার তাঁর মহত্ব!
গরীব, দুঃখী মানুষ গুলো খুবই অসহায়
কি করবে এবার সে দেখবে সবাই তাই।
যৌবনের জয়ধ্বনি চারিদিকে বাঁজে না,
পাকবাহিনী এবার হল সত্যিকারের হায়েনা!
হায়েনার সরদার যিনি ইয়া-হিয়া নাম
বাংলাকে ধ্বংস করবে এটাই তাঁর কাম।

মানবে না তা দেশবাসী, মানবে না জনতা ,
সাথে আছে বঙ্গবন্ধু , মোদের জাতির নেতা।
রেসকোর্সের ৭ই মার্চ, ধ্বণিত হলো সেই নেতার
সংগ্রাম হবে মুক্তির, সংগ্রাম হবে স্বাধীনতার।
যৌথ হলো ছাত্রসমাজ, যৌথ কৃষক শ্রেণী
যুদ্ধ করে মুছবে তাঁরা পাকবাহিনীর গ্লানী।
শহীদ হলো ৩০ লক্ষ, নির্যাতিত দেশ
ডিসেম্বরের ১৬ তারিখ যুদ্ধ হলো শেষ।

আগষ্টের ১৫ তারিখ যুদ্ধ হলো আবার
বঙ্গবন্ধুর স্বাধীন জীবন সহ্য হলো না সবার!
রইলো মোদের দেশ মাতা, রইলো সবই নির্জীব
শুধু গেলো বিদ্রোহী নেতা, মোদের শেখ মুজিব।

শিক্ষার্থী, গণ বিশ্ববিদ্যালয়,
বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ।

 

সংবাদটি শেয়ার করুন