করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্মার্ট বাসস্ট্যান্ড চালু করেছে দক্ষিণ কোরিয়া। এতে করে বাসে ওঠার আগে যাত্রীদের শরীরের তাপমাত্রা দেখে নেওয়া যাবে। যদি নির্দিষ্ট তাপমাত্রার বেশি হয় তাহলে বাসে উঠা যাবে না।
এছাড়া ভাইরাস নিস্ক্রিয় করার জন্য আলট্রাভায়োলেট ল্যাম্প রাখা হয়েছে। এই বিশেষ ধরনের ১০টি আধুনিক বাসস্ট্যান্ড চালু হয়েছে সিওলে।
জানা গেছে, বাসস্ট্যান্ডে স্মার্ট স্ক্রিন, থার্মাল ইমেজ ক্যামেরাসহ একাধিক সুবিধা রয়েছে। রয়েছে ফ্রি ওয়াই ফাইয়ের সুবিধাও।
যাত্রীদের তাপমাত্রা ৯৯.৫ ফারেনহাইট এর নিচে আছে কিনা, তা পরীক্ষার জন্য লাগানো আছে থার্মাল ক্যামেরা স্মার্টস্ট্যান্ড।
এছাড়া, শিশুদের জন্য রয়েছে আলাদা থার্মাল ইমেজ ক্যামেরা। ওই বাসস্ট্যান্ডে কোনো যাত্রী প্রবেশ করলে এয়ার কন্ডিশন সিস্টেমের সঙ্গে থাকা ইউভি ল্যাম্প সব ধরনের জীবাণু মেরে ফেলবে। ওই বাসস্ট্যান্ডের ভেতর সকলকে নির্দিষ্ট দূরত্ব মেনে দাঁড়াতে হবে।
আনন্দবাজার/টি এস পি